বুধবার, ২ অক্টোবর, ২০২৪

   আগডুম বাগডুম

পরীর দেশের গল্প শোনার 

দিন হয়েছে গত

পালটে গেছে ধ্যান ধারণা

বদলে গেছে মতও।

আবিষ্কারের নেশায় লোকের

দু’চোখে নেই ঘুম

তবে শিশু পড়বে কেন

আগডুম বাগডুম।

শক্তি-সাহস মেধা-মনন

নয় মোটেও অল্প

কেন শিশু পড়বে তবে

চাঁদের বুড়ির গল্প।

নীতির  শিক্ষা নেই যেখানে

জ্ঞানের ভা-ার শূন্য

কল্পলোকের গল্প কথায়

হয় না কোন পুণ্য।

বিশ্বটাকে দেখতে হবে

এবার দুচোখ খোলে

কাজের কথা বলতে হবে

কল্প কথা ভুলে।


  স্বজন

বাবা  আমার চোখের  মণি

মা আমার  প্রাণ

কোন দিনও  শোধ  হবে না

তাদের অবদান।

নানা  ভাইয়ের স্নেহের মাঝে

নীতির  শিক্ষা  পাই

নানুমণির  আদর  সোহাগ

তুলনা  যার নাই।

দাদা-দাদীর স্নেহের কথা

বলবো  কী  আর আমি

আমার থেকে  তাঁদের  কাছে

কিছুই তো  নয় দামী ।

সহপাঠী  খেলার  সাথী

আছে আমার স্বজন

আমার  মতো এতো  ভালো

আছে  আর  ক'জন ?

সবার  ভালোবাসা  পেয়ে

জীবন আমার ধন্য

দু'হাত তুলে দোয়া করি

তাই  সকলের  জন্য।


     পথশিশু

ধনী লোকের সন্তানেরা 

পায় অনেক আদর

বাবা-মা নেই যাদের

নেই তাদের কদর ।

রাস্তা-ঘাটে  ফুটপাতে

তাদের আবাসস্থল

ক্ষুধার জ্বালায় কাঁদে

ফেলে চোখের জল। 

অন্ন-বস্ত্র চিকিৎসা

পায় না এসব কিছু 

সুযোগ পেলে এরাও পারে

করতে ভালো কিছু । 

পথশিশু নাম দিয়েছে

আজকে এদের বিশ্ব 

সাহায্যের  হাত বাড়ালে

পাল্টে যাবে দৃশ্য।


 বিজয়নিশান

বিজয়ের  লাল পতাকা

উড়ে আকাশপানে

যুদ্ধ করে এই পতাকা

বীর বাঙালি আনে।

লাল সবুুজের এই পতাকা

যাদের রক্তে  মাখা

ইতিহাসের পাতায় আছে

তাদের কথা লেখা।

দেশকে ভালোবেশে যারা

দিলো  তাদের প্রাণ

তাদের  কঠিন ত্যাগের ফসল

উড়ে বিজয় নিশান।


 মাতৃ ভাষা

আমার ভাই শহীদ হলো

দেশকে ভালোবেসে 

বাংলা ভাষা  স্বাধীন  হলো

ফেব্রুয়ারি মাসে।

বাংলা ভাষা ছিলো তখন 

আগ্রাসনের মুখে 

সালাম,বরকত জীবন দিলো 

লাগলো  গুলি  বুকে ৷

রক্তে ভেজা এই মাটিতে

আছেন শহীদ শুয়ে 

ফেব্রুয়ারির একুশ তারিখ

শ্রদ্ধা জানাই নুয়ে। 

বাংলা মোদের মাতৃ ভাষা

শিখি মায়ের কোলে 

বাংলা  ভাষা চর্চা করতে 

না যাই যেন ভুলে ।


 প্রশ্নপত্র ফাঁস

প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়

অভিভাবক অসন্তোষ

দেখেও যেজন চুপ করে রয়

তার কখনও হয় না হুশ।

দায় স্বীকার করে না কেও

সবাই ধরে পরের দোষ

শিক্ষা নিয়ে বানিজ্য হয়

প্রশ্ন হাতায় দিয়ে ঘুষ।

প্রশ্ন ফাঁস করে লোকে

নানান রকম কৌশলে

অপরাধী  পার পেয়ে যায়

বলতে পার কার বলে ?

প্রশ্ন ফাঁসের সোনামীতে

ক্ষতিগ্রস্থ  হয় জাতি

প্রশ্ন ফাঁস করে যেলোক

ঘৃণা জানাই তার প্রতি।



 বাজারদর

সকল পণ্যের মূল্য বাড়ছে

দেখছে সবাই স্পষ্ট

খেতে পরতে চলতে লোকের

হচ্ছে ভীষণ কষ্ট।

নুন আনতে পান্তা ফোরায়

এমন যাদের হাল

চাল ডাল কিনতে তারা

হচ্ছে নাজেহাল।

মাছ তরকারী চালের বাজার

এমন যেন আগুন 

কাঁচামরিচ কেনা দায়

কিনবে কী  আর বেগুন ?

পিঁয়াজ রসুন আলু পটল

না কিনলে কী চলে 

মাথায় পানি ঢালতে হয় 

মাছবাজারে গেলে।

পিঁয়াজের দাম আজকে বেশি 

কমবে হয় তো কাল

ভাবতে ভাবতেই আমরা সবাই

হচ্ছি নাজেহাল।