বুধবার, ২ অক্টোবর, ২০২৪

    খোদার বিধান

সমন্বরে বলেছিল 

আদমের সন্তান

মেনে চলবো মোরা 

তোমার বিধান। 

পৃথিবীতে এসে পরে

সব গেছে ভুলে 

কালেমাটা মুখে বলে 

ধারণ করে না দিলে।

নামাজের কথা লিখা 

আছে পাক কোরানে 

নামাজ পড়েনি কভু 

পাপী  তার জীবনে।

গরীবের হক আছে 

সম্পদে যত 

নষ্ট করেছে বান্দা 

জ্ঞাতসারে তত। 

রমজানে রোজা  রাখার 

বিধান সে মানে না 

জেনে বুঝে পাপ করে 

তবু বলে জানি না।

হজ্বব্রত পালনে 

মন ডাকে পিছু 

করে নেই বাকি আরও

কাজ আছে কিছু।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন