বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 পহেলা বৈশাখ

রাত পোহালে দেখবে সবাই 

নতুন বছর শুরু

দুঃখ চাই না কষ্ট চাই না

সুখ যেন পাই পুরো।

বছরজুড়ে ভালো মন্দ

হয়েছে অনেক কিছু 

নষ্ট অতীত আস্তাকুড়ে

ছুটব না তার পিছু।

ভালো পেলাম মন্দ পেলাম

নেই তো সময় ভাবার 

নতুন কিছু করব এবার

শপথ নিলাম আবার।

দুঃখ কষ্ট স্মৃতিগাঁথা 

অতীত হয়ে থাক

মনের যত কালিমা ছিলো

ধুয়ে মুছে যাক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন