বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 মরুর শাসক 

মা আমেনার কোলে এলেন

ভুবন করে আলো 

আরবজাতি  মুক্তি পেলো 

দূর হলো  সব কালো ।

পাননি  যিনি  পিতার সোহাগ 

পাননি  মায়ের আদর

আমার প্রিয় রাসূল তিনি 

সবাই করে কদর।

সবার তরে নিয়ে এলেন 

পাক কোরানের  বাণী 

আরব জাতি সুপথ পেলো

পড়ে কোরানখানি।

শিশুকালেই পেলেন  তিনি

বিশ্বাসী লোক  খ্যাতি 

মরুভূমির  শাসক  তাঁকে

মানলো  আরব  জাতি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন