বৃদ্ধাশ্রম
পিতা-মাতা বৃদ্ধ এখন
বয়স গেছে বেড়ে
উপার্জন করে না তাই
রাখছ অনাদরে ।
যেদিন তুমি শিশু ছিলে
করনি রোজগার
কত কি যে করেছে সেদিন
ভাবছ কী একবার ?
এক ঘরে থাকতে যখন
সবাই মিলেমিশে
সর্দি-কাশি জ্বর হলেই
থাকতো পাশে বসে।
কোন দিনও শেষ হবে না
পিতা-মাতার দেনা
তোমার সুখের ঐশ্বর্য্য সব
তাদের কষ্টে কেনা ।
আজকে তারা বৃদ্ধ তাই
হয় না ঘরে ঠাঁই
বৃদ্ধাশ্রমে থাকে তারা
সন্তান পাশে নাই ।
বৃদ্ধাশ্রম প্রবীণ নিবাস
হালজামানার ফ্যাশন
এসব কিছুর নেই প্রয়োজন
যদি থাকে পেশন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন