ফুলের মেলা
শরৎ শেষে হেমন্তকাল
আসল সবার মাঝে
গাছের ডালে শিউলি ফোটে
সাজল দারুণ সাজে।
বকুল ফুলের শুভ্র রূপে
সেজে আছে ডালপালা
রমণী তাই বসে গাঁথে
বকুল ফুলের সেই মালা।
গন্ধরাজের শুরভীতে
মন হয়ে যায় আনমনা
পাকা ধানের সোনালী রূপ
দেখে ভাবি তাই সোনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন