কী গরম বাপরে!
দিনে দিনে বাড়ছে
সূর্যের তাপরে
কী গরম লাগছে
বাপরে ! বাপরে !
গরমেতে হাঁসফাঁস
লাগে বড় কষ্ট
মাঠ ফেটে চৌচির
ফসলাদি নষ্ট ।
মাঠ-ঘাট পুড়ছে
কী যে অনাসৃষ্টি
এ সময়ে যদি আসে
খানিকটা বৃষ্টি ।
সারা দেহ জ্বলছে
স্বস্তিটা পেতে তাই
মৃদু মন্দ মলয়
কোথায় খোঁজে পাই।
এসময়ে প্রয়োজন
এক ঝাক বৃষ্টি
আকাশের দিকে তাই
সকলের দৃষ্টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন