স্মৃতির পাতা
গ্রামগুলো আগে ছিলো
সবুজে ঘেরা
সুন্দর পরিবেশ আর
সব ছিলো সেরা।
আশেপাশে ছিলো আগে
যত বাড়িঘর
আজ সব বিল্ডিং
নেই কুঁড়েঘর।
গাছপালা বাঁশঝার
কেটে করে ফাঁকা
ইট বালি দিয়ে লোকে
বাড়ি বানায় পাঁকা।
ছোট বড় গাছপালা
কেটে বন সারা
শহরের মতো আজ
গ্রামের পাড়া।
পাখিদের কোলাহলে
ভাঙে না ঘুম
পরিবেশ নেই কোথাও
নিরব নিঝুম।
অতীতটা ছিলো ভালো
লোকে বলে হায় !
সুখ খোঁজে অস্থির
স্মৃতির পাতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন