মানুষের জয়
ছুটছে মানুষ গ্রহান্তরে
উড়ছে আকাশপানে
এই পৃথিবীর অনেক কিছু
মানুষ এখন জানে।
বরফশীতল হিমালয়
করছে মানুষ জয়
যাচ্ছে মানুষ মঙ্গলগ্রহে
পায় না মোটেও ভয়।
অজানাকে জানতে মানুষ
যাচ্ছে সাগরতলে
সভ্যতার এই নবযাত্রা
তাদের শ্রমের ফলে।
আবিষ্কারের নেশায় মানুষ
দিচ্ছে আজো প্রাণ
তাই তো সবাই মানব জাতির
গাইবো জয়োগান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন