বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 খোদার ঘর

ওই দেখা  যায় তালগাছ

ওই যে খোদার ঘর

খোদার ঘরে যারে মুমিন

নামাজ কালাম পড়।

বটগাছ তো দেখতে মোটা

তালগাছটা উঁচু

অবুঝ লোকে যায় সেখানে

চাইতে আনেক কিছু।

খোদার ঘরে নামাজ পড়ে

দু’হাত তুলে চাও

দুঃখে আছি কষ্টে আছি

আমায় শান্তি দাও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন