আল কোরানের আলো
তোমার কাজে কর্মে যদি
জানায় লোকে ধিক্ষার
তবে বলো কী দাম আছে
তোমার এমন শিক্ষার ?
ডিগ্রীধারী হলেই কেবল
হয় কি মানুষ ভালো ?
থাকতে হবে তার মধ্যে
সুশিক্ষার আলো।
শিক্ষিত লোক দুর্ণীতিবাজ
গর্ব করার নাই কিছু
আরো কিছু অসৎ লোক
ঘুরে দেখি তার পিছু।
মন থেকে মুছে ফেল
কুশিক্ষার কালো
ঘরে ঘরে ছড়িয়ে দাও
আল কোরানের আলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন