মাতৃ ভাষা
আমার ভাই শহীদ হলো
দেশকে ভালোবেসে
বাংলা ভাষা স্বাধীন হলো
ফেব্রুয়ারি মাসে।
বাংলা ভাষা ছিলো তখন
আগ্রাসনের মুখে
সালাম,বরকত জীবন দিলো
লাগলো গুলি বুকে ৷
রক্তে ভেজা এই মাটিতে
আছেন শহীদ শুয়ে
ফেব্রুয়ারির একুশ তারিখ
শ্রদ্ধা জানাই নুয়ে।
বাংলা মোদের মাতৃ ভাষা
শিখি মায়ের কোলে
বাংলা ভাষা চর্চা করতে
না যাই যেন ভুলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন