বোতলজাত পানীয়
কাঠফাটা রোদ দুপুর বেলা
দেহে আসে ক্লান্তি
একটু পেলে শীতল বাতাস
লাগে অনেক শান্তি ।
এই গরমে একটু আরাম
সবাই পেতে চায়
পেপসি ফান্টা নানান জুস
তাই তো লোকে খায়।
ক্ষতিকারক এসবকিছু
নাই সকলের জানা
বোতলজাত পানীয়সব
করতে হবে মানা ।
ডাবের পানি তাজা ফলে
আছে অনেক পুষ্টি
দামে সস্তা এসব খাবার
মহান আল্লাহর সৃষ্টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন