বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 


কৃষক

কৃষক মাঠে ফলায় ফসল 

আমরা সবাই ভোগ করি

উন্নয়নের অবদানে 

আছে কী আর তার জুরি ?

কাস্তে  হাতে লাঙ্গল কাঁধে 

কৃষক যায় মাঠে 

মনের  সুখে গান গেয়ে 

পাকা  ধান কাটে। 

খোলা  মাঠে তপ্ত রোধে

জড়ায় গায়ের ঘাম 

যারা এত কষ্ট করে 

পায় না তারা দাম ।

রোগে ভোগে কষ্ট করে 

পায় না ওষুধ ঠিক মত

ভূমিহীন হচ্ছে কৃষক 

যাচ্ছে তাদের দিন যত ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন