বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 শহীদ আমার ভাই

পাকসেনারা  হামলা  করে 

পঁচিশে  মার্চ  রাতে 

বীর বাঙালি ঝাপিয়ে পড়ে

লড়াই  বাঁধে তাতে।

এই লড়াইয়ে  শত্রুদলের

হলো  পরাজয়

দেশের  শত্রু  ছিলো  যারা 

পেলো  তারা  ভয়।

এই দেশ এই মাটি 

রক্ত দিয়ে কেনা 

এমন  অনেক  শহীদ  আছে 

নেই  সকলের  চেনা।

ইতিহাসের  পাতায়  যারা

পায়নি  কোন  ঠাই 

তাদের  প্রতিও  শ্রদ্ধা জানাই 

তারাও  মোদের  ভাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন