দেশি মাছ
নদী-নালা ,খাল-বিলে
হইতো মাছের চাষ
ইচ্ছে মতো খাইতাম
চলতো বারো মাস ।
ভোজনপ্রিয় বাঙালির
বাহারি সব খাবার
দেশি মাছ প্রিয় ছিলো
ছোট বড় সবার।
ডুবা-নালা ,বিল-ঝিলে
শিং, মাগুর, কই
পুকুর জলে চাষ হইতো
বাউশ, কাতল, রুই।
টাকি মাছের ভর্তা
ভেদেরা মাছ ভাজা
চিংড়ি মাছের চর্চরি
খাইতে অনেক মজা।
দেশি অনেক স্বাদের মাছ
যায় না এখন পাওয়া
বেকায়দায় পড়ে তাই
বিদেশি মাছ খাওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন