বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 কোচিং বাণিজ্য 

আয়রে খোকা আয়রে খোকী

বিদ্যালয়ে যাই 

বিদ্যাশিক্ষার বিকল্প পথ

অন্য কোথাও নাই । 

সারাদেশে কোচিং সেন্টার

আছে কত নামে

শিক্ষা নিয়ে বানিজ্য হয় 

অনেক টাকা দামে ।

স্কুল কলেজে পাঠ দানে 

আগ্রহী  নন গুরু

কোচিং খোলে ব্যবসা তিনি 

করছেন তাই শুরু।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন