খোকন সোনা
খোকন সোনা রাগ করেছে
মুখ করেছে ভার
কেউ কী তোমরা বলতে পার
কি হয়েছে তার ?
চাঁদের হাসি ম্লান করে
খোকার হাসির ঝলক
খিলখিলিয়ে হাসে খোকা
পড়ে না তাই পলক ।
কে বলেরে মন্দ খোকা
কার হয়েছে কাল
হাসি-খুশি খোকন সোনা
থাকবে চিরকাল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন