বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 কদরের রাত্রী 

এক এক করে দিন 

চলে চলে যায় মাস 

রোজাদার গরমে 

করে হাঁসফাস।

কিভাবে যে দিন যায়

যায় না বুঝা 

খোদাভীতি থাকলে 

রোজা রাখা সোজা।

রহমতের দশ দিন 

হয়ে গেলে পার

মাগফিরাতের দশ দিন 

এসে  যায় তার।

নাজাতের দশ দিনে 

কদরের রাত্রী 

ক্ষমা চায় মুসলিম

কেঁদে সারারাত্রী। 

অতীতে মুমিনের 

যত পাপ জমা

খুশি হলে স্রষ্টা 

করে দেয় ক্ষমা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন