বীর বাঙালি
স্বাধীনতার স্বপ্ন বুকে
হাতে নিয়ে মেশিনগান
শত্রু মুক্ত করতে স্বদেশ
শহীদ হলো লাখো প্রাণ ।
ছাত্র-যুবক আবাল-বৃদ্ধ
সবাই ঝাপিয়ে পড়ে
প্রাণের মায়া ত্যাগ করে
স্বাধীনতার তরে ।
নয় মাস যুদ্ধ করে
জীবন বাজি রেখে
বীর বাঙালি সাহসী জাতি
বিশ্ববাসী দেখে।
লাখো শহীদের রক্তে ভেজা
এই দেশের মাটি
দেশের প্রতি ভালোবাসা
থাকতে হবে খাঁটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন