মনুষ্যত্বের শিক্ষা
স্বাধীন দেশের রাজপথে
আজও ফুটে গুলি
এত বড় লজ্জার কথা
কার কাছে বলি।
দেশের বড় বিদ্যালয়ে
পড়তে আসে যারা
অস্ত্র হাতে সন্ত্রাসী কাজ
করে দেখি তারা।
কলম খাতা রেখে তারা
অস্ত্র নিয়ে হাতে
সন্ত্রাসী কাজ করে এখন
দিনে কিবা রাতে।
আদব কায়দার শিক্ষা এখন
নেয় না দেখি তারা
ছাত্র শিক্ষক সম্পর্কের
বদলে গেছে ধারা।
ন্যায়নীতি সম্প্রীতির
শিক্ষা কী নেয় তারা
কি দাম আছে এমন শিক্ষার
মনুষ্যত্ব ছাড়া ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন