বুধবার, ২ অক্টোবর, ২০২৪

   শিক্ষকের অবদান

নেতা  বলো  আমলা বলো 

শিক্ষক সবার গুরু 

জাতি গড়ার কাজটা প্রথম 

তাদের  হাতে শুরু।

মন্ত্রী,এমপি,জজ,বেরিস্টার

শিক্ষকেরই ছাত্র 

সকল শ্রেণির লোকের  কাছে

ভালোবাসার পাত্র।

জ্ঞানের সাধক হয়ে তাঁরা 

শিক্ষা করেন দান

মানুষ  গড়ার কারিগর

নিবেদিত প্রাণ।

কোন কিছুই হয় না তুল্য

শিক্ষকের সমান

সবার কাছে মান্যবর

আছে তার প্রমাণ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন