ভিক্ষা করো না
সৃষ্টির সেরা জীব
তুমি এক জাতি
তবে কেন হাত পাত
অন্যের প্রতি ?
দেহে যদি থাকে বল
যদি পাও কাজ
ভিক্ষা ছেড়ে দাও
এক্ষনই আজ।
সৃষ্টির সেরা তুমি
মাথা রাখ উঁচু
হাত পেতে দান নিলে
মাতা হয় নিচু।
ছোট কাজ বড় কাজ
করো না জ্ঞান
খেটে খেলে যায় না
জাত-কোল মান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন