বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 বঞ্চিতজন

ফিন্নি পায়েস খাচ্ছ ঈদে

কত কিছু দিয়ে

বঞ্চিতদের পাশে দাঁড়াও 

একটা কিছু নিয়ে।

গরিব দুখী মানুষ যারা 

পায় না ভালো খাবার

সাধ্যমত চেষ্টা কর 

তাদের কিছু দেবার।

তোমার দানে তাদের মুখে 

ফুটবে সুখের হাসি 

আল্লাহ মহান তোমার প্রতি

হবে অনেক খুশি ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন