দেশের মাটি
শিশির ভেজা সবুজ মাঠ
জুড়ায় আমার আঁখি
সবুজ শ্যামল এদেশটাকে
অবাক চেয়ে দেখি ।
এই দেশের আলো-বাতাস
সজীব করে প্রাণ
পাখির কণ্ঠে শুনতে পাই
মিষ্টি সুরে গান ।
ক্ষেত খামারে সোনার ফসল
দেখে হই আনমনা
পাকা ধানের সোনালী রূপ
কৃষক ভাবে তাই সোনা ।
গর্বে আমার বুক ভরে যায়
জন্মেছি এই দেশে
জীবন আমার কাটে যেন
দেশকে ভালোবেসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন