নামাজ
রাতের আঁধার দূর হয়েছে
সুব্হে সাদিক ভোর
মোয়াজ্জিনের কণ্ঠে শোন
আযান সুমধুর।
ঘুমের চেয়ে নামাজ ভালো
বলছে মোয়াজ্জিন
এমনি করে নামাজ পড়তে
ডাকে প্রতিদিন।
রাতের বেলায় সজাগ থেকে
দিনের বেলায় ঘুমকাতর
সকাল সকাল ঘুম ভাঙে না
ঘুম ভাঙতে হয় দুপুর।
ফজর নামাজ পড়তে হবে
সূর্য উঠার আগে
শরীর মন থাকবে ভালো
অলসতা ত্যাগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন