বুধবার, ২ অক্টোবর, ২০২৪

সোনামণি

আব্বু বলে পড়রে সোনা

আম্মু বলে মনদে

পড়া লেখার চাপে সোনা

পড়তে বসে কানদে।

সোনামণির ঘুম ভাঙেনি

মা বলে তুই ওঠ

বাবা বলে সময় যে যায়

কোচিং করতে ছুট।

তড়িঘড়ি  করে  সোনা

নাস্তা খেয়ে কিছু

ছুটছে বেদম কোচিং করতে

মা চলছে তার পিছু।

কোচিং করে বাড়ি ফিরে

যাচ্ছে আবার স্কুলে

একটু সময় পায় কী সোনা

যে সময় সে খেলে ?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন