স্বজন
বাবা আমার চোখের মণি
মা আমার প্রাণ
কোন দিনও শোধ হবে না
তাদের অবদান।
নানা ভাইয়ের স্নেহের মাঝে
নীতির শিক্ষা পাই
নানুমণির আদর সোহাগ
তুলনা যার নাই।
দাদা-দাদীর স্নেহের কথা
বলবো কী আর আমি
আমার থেকে তাঁদের কাছে
কিছুই তো নয় দামী ।
সহপাঠী খেলার সাথী
আছে আমার স্বজন
আমার মতো এতো ভালো
আছে আর ক'জন ?
সবার ভালোবাসা পেয়ে
জীবন আমার ধন্য
দু'হাত তুলে দোয়া করি
তাই সকলের জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন