আগডুম বাগডুম
পরীর দেশের গল্প শোনার
দিন হয়েছে গত
পালটে গেছে ধ্যান ধারণা
বদলে গেছে মতও।
আবিষ্কারের নেশায় লোকের
দু’চোখে নেই ঘুম
তবে শিশু পড়বে কেন
আগডুম বাগডুম।
শক্তি-সাহস মেধা-মনন
নয় মোটেও অল্প
কেন শিশু পড়বে তবে
চাঁদের বুড়ির গল্প।
নীতির শিক্ষা নেই যেখানে
জ্ঞানের ভা-ার শূন্য
কল্পলোকের গল্প কথায়
হয় না কোন পুণ্য।
বিশ্বটাকে দেখতে হবে
এবার দুচোখ খোলে
কাজের কথা বলতে হবে
কল্প কথা ভুলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন