খাদ্যে ভেজাল
মাছ তরকারি ফলের মাঝে
মেশায় ফর্মালিন
খাদ্যে ভেজাল এখন যেন
বাড়ছে প্রতিদিন ।
নানান রকম আইন করেও
হচ্ছে না তা রোধ
লোকের মাঝে কমে গেছে
নৈতিকতা বোধ।
বেশি লাভের প্রতি লোকের
লোভ বেড়েছে অতি
অসাধু সব বিক্রেতারা
করছে লোকের ক্ষতি।
খাদ্য এখন নয় নিরাপদ
তবুও খেতে হয়
বিষযুক্ত খাবার খেয়ে
হচ্ছে জীবন ক্ষয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন