বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 নদী বাঁচাও 

নদী রক্ষার আইন করেছে

দেশের সরকার যদিও 

দখলদার ভূমি দস্যু 

করছে দখল নদীও ।

নদীর তীর দখল করে 

বানায় ঘর-বাড়ি

খরস্রোতা  নদী এখন 

হেঁটেই দেয় পারি।

আগাম বন্যা তীব্র খড়ায়

ফসল হয় নষ্ট 

যারা জমি চাষ করে খায়

তাদের বাড়ে কষ্ট । 

নদী শাসন বন্ধ হবে

বিবেক জাগে যদি 

দেশের ভালো চাইলে 

বাঁচাতে হবে নদী।

তিস্তা নদীর ন্যায্য পানি 

আমরা কি আর পাই ? 

এখন থেকে পানির 

ন্যায্য হিস্যা আমরা চাই ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন