বুধবার, ২ অক্টোবর, ২০২৪

   মানুষ হবার শিক্ষা

ভোরের  পাখি  ডাকে  সোনা

ঘুম থেকে ওঠো

নামাজ  কালাম শিখতে 

তুমি  মক্তবেতে ছোট।

স্কুল  কলেজে  পড়ে তুমি

হবে অনেক  বড়

তারই  সাথে  ধর্মকর্ম

শিক্ষা  লাভ  কর।

বড় বড় ডিগ্রী নিয়েও 

হয় যে  অমানুষ

ভালো  মন্দ  বুঝার  পরও

হয়  না  তাদের  হুশ।

ধর্মকর্ম  শিখার  পরও 

মানে  না সে ধর্ম

জ্ঞানী  বলে দাবি করে

করে  অপকর্ম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন