বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 



বর্ষা-বাদল

আষাঢ় মাসে বাদল নামে

সারাদিন বৃষ্টি হয়

খেটে খাওয়া মানুষগুলোর

তখন বড় কষ্ট হয়। 

মেঘ বৃষ্টি বর্ষা বাদল

প্রয়োজন তার জানি

অতিবৃষ্টি হলে জমে

সবখানেতে পানি।

অতিবৃষ্টি অনাবৃষ্টি কারও

মোটেও কাম্য নয়

পাপচার বাড়লে দেশে

তবেই নাকি এমন হয়।

নূহ (আঃ) জাতি ধ্বংস হয়

কালের মহা প্লাবনে

ইতিহাসের কঠিন সত্য

সকল মানুষ তাই জানে।

অনাবৃষ্টি তীব্র গরম

ফেরাউন হয় নাজেহাল

অবশেষে বৃষ্টি হলেও

পানি দেখে রক্তলাল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন