বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 পাড়ার ছেলে 

পাড়ার ছেলে নষ্ট হলে

কার কী যায় আসে

ভালো ছেলে ঘুরে দেখ 

নষ্ট ছেলের আশপাশে ।

নিরাপদে যায় না থাকা 

নষ্ট ছেলের উৎপাতে

পিতা-মাতা প্রতিবেশির 

আছে অনেক দায় তাতে।

সন্ত্রাসী আর পাচার কাজে

হচ্ছে তারা লাটিয়াল 

অস্ত্র নিয়ে ধরা পড়লে

দেখ চেয়ে তাদের হাল ।

সন্ত্রাসী আর মানুষ খুনে

তাদের অনেক হাত পাকা 

সহিংসতায় জড়িয়ে যায় 

হামেশা তাই যায় দেখা ৷

সুখী সমাজ গড়তে হলে

রুখতে হবে এদের 

নিজের ছেলে পাড়ার ছেলে

আছে এমন যাদের ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন