বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 বাজারদর

সকল পণ্যের মূল্য বাড়ছে

দেখছে সবাই স্পষ্ট

খেতে পরতে চলতে লোকের

হচ্ছে ভীষণ কষ্ট।

নুন আনতে পান্তা ফোরায়

এমন যাদের হাল

চাল ডাল কিনতে তারা

হচ্ছে নাজেহাল।

মাছ তরকারী চালের বাজার

এমন যেন আগুন 

কাঁচামরিচ কেনা দায়

কিনবে কী  আর বেগুন ?

পিঁয়াজ রসুন আলু পটল

না কিনলে কী চলে 

মাথায় পানি ঢালতে হয় 

মাছবাজারে গেলে।

পিঁয়াজের দাম আজকে বেশি 

কমবে হয় তো কাল

ভাবতে ভাবতেই আমরা সবাই

হচ্ছি নাজেহাল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন