বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 সংস্কৃতি

সংস্কৃতি আজ বদলে গেছে

বদলে গেছে সবই

ভিনদেশি গান খ্রিস্টি-কালচার 

এই প্রজন্মের হবি।

হা-ঁডু-ডু আর দাঁড়িয়াবান্দা

খেলে না আজ কিশোর

ফেইসবুক আর ইউটিউব

মন কেড়েছে শিশুর।

এখন তো আর বিয়েবাড়ি

গায় না বিয়ের গীত 

যায় না শোনা কোথাও

উচ্চাঙ্গ সংগীত। 

পালকিচড়ে নববধূ 

যায় না শ্বশুর বাড়ি

যানবাহন বদলে গেছে

দেখি না ঘোড়ার গাড়ি। 

এখন তো আর কারও বাড়ি

হয় না পুথি পাঠ 

এই প্রজন্মের মন কেড়েছে 

পপ সম্রাট ।

লেটু গানের আসর এখন 

হয় না কোনখানে 

কত মধুর সুর ছিলো

ভাটিয়ালি গানে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন