বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 টাকা

টাকা পয়সা আছে অনেক 

আছে  শক্ত পেশি 

আজকাল এমন লোকের 

কদর অনেক বেশি ।

জুৎচুরি বাটপারিতে 

যাদের আছে দক্ষতা 

তাদের কাছে টাকাই সব 

টাকা থাকলেই সক্ষতা ।

টাকা আছে বলেই তারা

পায় বড় আসন

টাকার গুণে টাকাওয়ালা

করে যায় শাসন।

টাকাওযালার দম্বভারী

সবখানে দেখি 

অবাক হয়ে ভাবি তখন

চলছে দেশে এ কী! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন