শোষণ
আমরা যারা আমজনতা
সবাই তো আর অন্ধ না
দুর্ণীতিবাজ লুটেরাদের
করবো কেন বন্দনা।
অট্টালিকায় বসে তারা
দেশটা খাচ্ছে লুটে
মাদক জুয়া ঘুষ দুর্নীতির
চিত্র ফুটে উঠে।
দুর্ণীতিবাজ লুটেরাদের
করি আমরা তোষণ
এই সুযোগে করছে তারা
আচ্ছামত শোষণ।
যুদ্ধ করে জয় করেছি
আমরা এমন জাতি
তবে কেন আজকে দেশের
এমন পরিনতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন