শিশু নির্যাতন
শিক্ষা লাভের অধিকার
আছে সকল শিশুর
তবে কেন রাস্তাঘাটে
ঠেলছে ঠেলা কিশোর।
পেটের দায়ে কেউবা তাদের
ভাঙছে দেখি পাথর
অনাহারে আছে শিশু
ক্ষুধার জ্বালায় কাতর।
ভাত কাপড়ের আশায় শিশু
নানান কাজে লিপ্ত
নির্যাতনের খড়গ চালায়
হয়ে মালিক ক্ষিপ্ত ।
শিশুর প্রতি সহিংসতা
করতে দেখি যাদের
উঁচু তলার মানুষ হলেও
ঘৃণা জানাই তাদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন