বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 প্রশ্নপত্র ফাঁস

প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়

অভিভাবক অসন্তোষ

দেখেও যেজন চুপ করে রয়

তার কখনও হয় না হুশ।

দায় স্বীকার করে না কেও

সবাই ধরে পরের দোষ

শিক্ষা নিয়ে বানিজ্য হয়

প্রশ্ন হাতায় দিয়ে ঘুষ।

প্রশ্ন ফাঁস করে লোকে

নানান রকম কৌশলে

অপরাধী  পার পেয়ে যায়

বলতে পার কার বলে ?

প্রশ্ন ফাঁসের সোনামীতে

ক্ষতিগ্রস্থ  হয় জাতি

প্রশ্ন ফাঁস করে যেলোক

ঘৃণা জানাই তার প্রতি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন