বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 বিজয়নিশান

বিজয়ের  লাল পতাকা

উড়ে আকাশপানে

যুদ্ধ করে এই পতাকা

বীর বাঙালি আনে।

লাল সবুুজের এই পতাকা

যাদের রক্তে  মাখা

ইতিহাসের পাতায় আছে

তাদের কথা লেখা।

দেশকে ভালোবেশে যারা

দিলো  তাদের প্রাণ

তাদের  কঠিন ত্যাগের ফসল

উড়ে বিজয় নিশান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন