বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 শীতের পিঠা

হাড়  কাঁপানো এই শীতে 

গরম কাঁথায় আরাম 

রাতের বেলায় মশার জ্বালায় 

ঘুম হয়ে যায় হারাম। 

খেজুর রসের পায়েশ খেতে

লাগে দারুণ মিঠা

তার চেয়ে মজার খাবার 

গরম ভাপা পিঠা । 

পুলি পিঠার স্বাদের কথা

বলতে কি আর হয় 

কলা পিঠা শীতের পিঠা 

সবাই শুনি কয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন