শ্রমিক
কষ্টে যাদের জীবন কাটে
রোদ বৃষ্টি ঝড়ে
পেট ভরে পায় না খেতে
থাকে অনাহারে।
ক্ষেত খামারে কাজ করে
করে জমি চাষ
অনাহারে অর্ধাহারে
কাটে বারো মাস।
কেউ আবার কুলি মজুর
টানে পরের বোঝা
জীবন তাদের বড় কঠিন
নয় তেমন সোজা।
শ্রমজীবী এসব লোকের
নেই লেখা পড়া
এই পৃথিবীর অনেক কিছু
তাদের হাতে গড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন