বুধবার, ২ অক্টোবর, ২০২৪

     পথশিশু

ধনী লোকের সন্তানেরা 

পায় অনেক আদর

বাবা-মা নেই যাদের

নেই তাদের কদর ।

রাস্তা-ঘাটে  ফুটপাতে

তাদের আবাসস্থল

ক্ষুধার জ্বালায় কাঁদে

ফেলে চোখের জল। 

অন্ন-বস্ত্র চিকিৎসা

পায় না এসব কিছু 

সুযোগ পেলে এরাও পারে

করতে ভালো কিছু । 

পথশিশু নাম দিয়েছে

আজকে এদের বিশ্ব 

সাহায্যের  হাত বাড়ালে

পাল্টে যাবে দৃশ্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন