আগের মত নই
দিনে-দিনে বাড়ছে বয়স
কমছে দেহের শক্তি
আগের মতো এখন আর
কেউ করে না ভক্তি।
রোগে ভোগে বেঁচে আছি
চোখেও দেখি কম
আগের মতো নেই শরীরে
বেঁচে থাকার দম ।
কালো চুলের আগাগোড়া
এখন সবই সাদা
কত নামে ডাকতো আগে
এখন ডাকে দাদা।
চোখের পাওয়ার কমে গেছে
আগের মতো নাই
দাঁতগুলোও নড়ে এখন
নরম খাবার খাই।
আগের মতো এখন আর
সাধ জাগে না মনে
ভালো মন্দ কি করেছি
ভাবী ক্ষণে ক্ষণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন