ফুলের মেলা
শরৎ শেষে হেমন্তকাল
আসল সবার মাঝে
গাছের ডালে শিউলি ফোটে
সাজল দারুণ সাজে।
বকুল ফুলের শুভ্র রূপে
সেজে আছে ডালপালা
রমণী তাই বসে গাঁথে
বকুল ফুলের সেই মালা।
গন্ধরাজের শুরভীতে
মন হয়ে যায় আনমনা
পাকা ধানের সোনালী রূপ
দেখে ভাবি তাই সোনা।
ফুলের মেলা
শরৎ শেষে হেমন্তকাল
আসল সবার মাঝে
গাছের ডালে শিউলি ফোটে
সাজল দারুণ সাজে।
বকুল ফুলের শুভ্র রূপে
সেজে আছে ডালপালা
রমণী তাই বসে গাঁথে
বকুল ফুলের সেই মালা।
গন্ধরাজের শুরভীতে
মন হয়ে যায় আনমনা
পাকা ধানের সোনালী রূপ
দেখে ভাবি তাই সোনা।
শ্রমিক
কষ্টে যাদের জীবন কাটে
রোদ বৃষ্টি ঝড়ে
পেট ভরে পায় না খেতে
থাকে অনাহারে।
ক্ষেত খামারে কাজ করে
করে জমি চাষ
অনাহারে অর্ধাহারে
কাটে বারো মাস।
কেউ আবার কুলি মজুর
টানে পরের বোঝা
জীবন তাদের বড় কঠিন
নয় তেমন সোজা।
শ্রমজীবী এসব লোকের
নেই লেখা পড়া
এই পৃথিবীর অনেক কিছু
তাদের হাতে গড়া।
বর্ষা-বাদল
আষাঢ় মাসে বাদল নামে
সারাদিন বৃষ্টি হয়
খেটে খাওয়া মানুষগুলোর
তখন বড় কষ্ট হয়।
মেঘ বৃষ্টি বর্ষা বাদল
প্রয়োজন তার জানি
অতিবৃষ্টি হলে জমে
সবখানেতে পানি।
অতিবৃষ্টি অনাবৃষ্টি কারও
মোটেও কাম্য নয়
পাপচার বাড়লে দেশে
তবেই নাকি এমন হয়।
নূহ (আঃ) জাতি ধ্বংস হয়
কালের মহা প্লাবনে
ইতিহাসের কঠিন সত্য
সকল মানুষ তাই জানে।
অনাবৃষ্টি তীব্র গরম
ফেরাউন হয় নাজেহাল
অবশেষে বৃষ্টি হলেও
পানি দেখে রক্তলাল।
https://www.facebook.com/sadekpoet/posts/2742212259359119?__cft__[0]=AZUFKT2C00NQkI4VIKpbKJzwHRZnLbrQNEiLrRy7fBuoiytJBIvGLD5siGDx1uDT34eVUWCgcIAa282pFeaEXdiD7O1CS-Vg6e8Hg9muVOQquH5brcMcWJwuOuvvsroOGQc&__tn__=%2CO%2CP-R
https://www.facebook.com/sadekpoet/posts/2730037317243280?__cft__[0]=AZV1-BcGvkb9TsedKIHLOSJujj4_SmxjvDcWrUU_Vr9HSzYAFfKrDMebV3p-nHWMZzFY0y4PXlBKIZ5y1GwbGB9-Ms1Zp95rYo9FYuqdnrKFtd6tbHaed4-slz4mI-HnwWo&__tn__=%2CO%2CP-R