বুধবার, ২ অক্টোবর, ২০২৪

    শিশু নির্যাতন

শিক্ষা  লাভের  অধিকার 

আছে  সকল  শিশুর 

তবে  কেন  রাস্তাঘাটে 

ঠেলছে  ঠেলা  কিশোর।

পেটের  দায়ে কেউবা  তাদের

ভাঙছে  দেখি  পাথর

অনাহারে  আছে শিশু

ক্ষুধার  জ্বালায় কাতর।

ভাত  কাপড়ের আশায় শিশু 

নানান  কাজে  লিপ্ত

নির্যাতনের  খড়গ চালায়

হয়ে  মালিক  ক্ষিপ্ত ।

শিশুর  প্রতি সহিংসতা 

করতে দেখি যাদের 

উঁচু তলার  মানুষ  হলেও 

ঘৃণা  জানাই  তাদের।


   মানুষ হবার শিক্ষা

ভোরের  পাখি  ডাকে  সোনা

ঘুম থেকে ওঠো

নামাজ  কালাম শিখতে 

তুমি  মক্তবেতে ছোট।

স্কুল  কলেজে  পড়ে তুমি

হবে অনেক  বড়

তারই  সাথে  ধর্মকর্ম

শিক্ষা  লাভ  কর।

বড় বড় ডিগ্রী নিয়েও 

হয় যে  অমানুষ

ভালো  মন্দ  বুঝার  পরও

হয়  না  তাদের  হুশ।

ধর্মকর্ম  শিখার  পরও 

মানে  না সে ধর্ম

জ্ঞানী  বলে দাবি করে

করে  অপকর্ম।


 বৃদ্ধাশ্রম

পিতা-মাতা  বৃদ্ধ এখন 

বয়স গেছে বেড়ে

উপার্জন করে না তাই

রাখছ অনাদরে ।

যেদিন তুমি শিশু ছিলে

করনি রোজগার 

কত  কি যে করেছে সেদিন 

ভাবছ কী একবার ?

এক ঘরে থাকতে যখন 

সবাই মিলেমিশে

সর্দি-কাশি জ্বর হলেই 

থাকতো পাশে বসে।

কোন দিনও শেষ হবে না

পিতা-মাতার দেনা

তোমার সুখের ঐশ্বর্য্য সব 

তাদের কষ্টে কেনা । 

আজকে তারা বৃদ্ধ তাই 

হয় না ঘরে ঠাঁই 

বৃদ্ধাশ্রমে থাকে তারা 

সন্তান পাশে নাই ।

বৃদ্ধাশ্রম প্রবীণ নিবাস 

হালজামানার ফ্যাশন 

এসব কিছুর নেই প্রয়োজন 

যদি থাকে পেশন।


 দেশের মাটি

শিশির ভেজা সবুজ মাঠ 

জুড়ায় আমার আঁখি 

সবুজ শ্যামল এদেশটাকে 

অবাক চেয়ে দেখি । 

এই দেশের আলো-বাতাস 

সজীব করে প্রাণ

পাখির কণ্ঠে শুনতে পাই 

মিষ্টি সুরে গান ।

ক্ষেত খামারে সোনার ফসল

দেখে হই আনমনা

পাকা ধানের সোনালী রূপ 

কৃষক ভাবে তাই সোনা ।

গর্বে আমার বুক ভরে যায়

জন্মেছি এই দেশে 

জীবন আমার কাটে যেন

দেশকে ভালোবেসে ।


 শীতের পিঠা

হাড়  কাঁপানো এই শীতে 

গরম কাঁথায় আরাম 

রাতের বেলায় মশার জ্বালায় 

ঘুম হয়ে যায় হারাম। 

খেজুর রসের পায়েশ খেতে

লাগে দারুণ মিঠা

তার চেয়ে মজার খাবার 

গরম ভাপা পিঠা । 

পুলি পিঠার স্বাদের কথা

বলতে কি আর হয় 

কলা পিঠা শীতের পিঠা 

সবাই শুনি কয়।



    মনুষ্যত্বের শিক্ষা

স্বাধীন দেশের রাজপথে

আজও ফুটে গুলি

এত বড় লজ্জার কথা

কার কাছে বলি।

দেশের বড় বিদ্যালয়ে

পড়তে আসে যারা

অস্ত্র  হাতে সন্ত্রাসী  কাজ

করে  দেখি তারা।

কলম খাতা রেখে তারা

অস্ত্র নিয়ে হাতে

সন্ত্রাসী  কাজ করে এখন

দিনে কিবা  রাতে।

আদব কায়দার শিক্ষা এখন

নেয় না দেখি তারা

ছাত্র শিক্ষক সম্পর্কের 

বদলে গেছে ধারা।

ন্যায়নীতি সম্প্রীতির

শিক্ষা  কী নেয় তারা

কি দাম আছে এমন শিক্ষার

মনুষ্যত্ব ছাড়া ? 


সোনামণি

আব্বু বলে পড়রে সোনা

আম্মু বলে মনদে

পড়া লেখার চাপে সোনা

পড়তে বসে কানদে।

সোনামণির ঘুম ভাঙেনি

মা বলে তুই ওঠ

বাবা বলে সময় যে যায়

কোচিং করতে ছুট।

তড়িঘড়ি  করে  সোনা

নাস্তা খেয়ে কিছু

ছুটছে বেদম কোচিং করতে

মা চলছে তার পিছু।

কোচিং করে বাড়ি ফিরে

যাচ্ছে আবার স্কুলে

একটু সময় পায় কী সোনা

যে সময় সে খেলে ?