শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
তুমি অনন্যাতুমি অনন্যা
তুমি অনন্যা
সাদেক আহমেদ
তোমার ডাগর কালো চোখে
সরলতায় মায়াবী ফোটে
ওচোখে তাকিয়ে দেখেছি
নিয়ত বলে চলেছো মনের কথা
ছন্দের সমীরণে সুরের পরশে
কখনো বা তুমি গানের পাখি।
ডানাকাটা পরীর নাচন দেখিনি আমি
দেখেছি তোমার অস্থিরতা
প্রণয়ের সুখে ব্যকুল হৃদয়ের
কত যে আকুতি নিয়ে
ঘন আধাঁরে আচ্ছন্ন পথে
দীপ্ত পায়ে সামনে চলার
শঙ্কাহীন প্রেরণা নিয়ে
তুমি এগিয়ে চলেছো একা
তুমি অনন্যা, অসাধারণ
তোমার তুলনা তুমি নিজেই।
দেবীর বর হয়ে স্বর্গলোকে
যেতে চাই না আমি
যদি তোমায় সাথী করে
নরকেও ঠায় পাই।
হৃদয় কাননের মেঠুপথ ধরে চলে এসো
পুষ্পকলীগুলো ফুটবে বলে
তোমার প্রতিক্ষায় প্রহর গুনে।
সাদেক আহমেদ
তোমার ডাগর কালো চোখে
সরলতায় মায়াবী ফোটে
ওচোখে তাকিয়ে দেখেছি
নিয়ত বলে চলেছো মনের কথা
ছন্দের সমীরণে সুরের পরশে
কখনো বা তুমি গানের পাখি।
ডানাকাটা পরীর নাচন দেখিনি আমি
দেখেছি তোমার অস্থিরতা
প্রণয়ের সুখে ব্যকুল হৃদয়ের
কত যে আকুতি নিয়ে
ঘন আধাঁরে আচ্ছন্ন পথে
দীপ্ত পায়ে সামনে চলার
শঙ্কাহীন প্রেরণা নিয়ে
তুমি এগিয়ে চলেছো একা
তুমি অনন্যা, অসাধারণ
তোমার তুলনা তুমি নিজেই।
দেবীর বর হয়ে স্বর্গলোকে
যেতে চাই না আমি
যদি তোমায় সাথী করে
নরকেও ঠায় পাই।
হৃদয় কাননের মেঠুপথ ধরে চলে এসো
পুষ্পকলীগুলো ফুটবে বলে
তোমার প্রতিক্ষায় প্রহর গুনে।
You Ananya
You Ananya
Sadek Ahmed
in your black eyes
Simplicity Crafty Blooms
I looked up and saw
Regardless of the mind is going on
Tune the rhythm of the rhythm
Sometimes you are a bird of music.
I did not see the dance of wingless Fairy I saw your instability
with the contempt of love
In the shady way in the dark shadow
you are Walking on the dark on foot
Regardless of motivation
You go ahead alone
You are unparallel one
Your comparison is yours.
Goddess of the Goddess is in heaven
I do not want to go to haven
If you remain with me
I agree to remain in hell.
Come back throw the path of heart
flower bud are waiting about blooming
.
Sadek Ahmed
in your black eyes
Simplicity Crafty Blooms
I looked up and saw
Regardless of the mind is going on
Tune the rhythm of the rhythm
Sometimes you are a bird of music.
I did not see the dance of wingless Fairy I saw your instability
with the contempt of love
In the shady way in the dark shadow
you are Walking on the dark on foot
Regardless of motivation
You go ahead alone
You are unparallel one
Your comparison is yours.
Goddess of the Goddess is in heaven
I do not want to go to haven
If you remain with me
I agree to remain in hell.
Come back throw the path of heart
flower bud are waiting about blooming
.
শনিবার, ১২ মে, ২০১৮
মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
তোমাকে পেয়েছি
তোমাকে পেয়েছি
.. . . . . . . . . . . . . .
সাদেক আহমেদ
তোমার ভালোভাসা পেয়ে
আমি আজ ধন্য
তুমি ছাড়া এত দিন আমার
ন্ধদয় ছিলো শূন্য।
শূন্য হৃদয়ে তোমার আগমনে
হয়েছি আমি ধন্য
আমার ভালোবাসা স্বপ্ন-স্বাধ
সকলই তোমার জন্য।
তোমার ছোঁয়া আমাকে সাজায়
আবারও নতুন করে
অজানা অনেক স্বপ্ন আবার
আমাকে জড়িয়ে ধরে।
জানি না কি যাদু আছে
তোমার হাতের স্পর্শে
আমার দেহ-মন তুলপার করে
তোমার দেহের পরশে।
যে সুখ আমি পেয়েছি ওগো
তোমায় ভালোবেসে
এভাবেই থেকো প্রিয়তমা তুমি
সারাটা জীবন পাশে।
.. . . . . . . . . . . . . .
সাদেক আহমেদ
তোমার ভালোভাসা পেয়ে
আমি আজ ধন্য
তুমি ছাড়া এত দিন আমার
ন্ধদয় ছিলো শূন্য।
শূন্য হৃদয়ে তোমার আগমনে
হয়েছি আমি ধন্য
আমার ভালোবাসা স্বপ্ন-স্বাধ
সকলই তোমার জন্য।
তোমার ছোঁয়া আমাকে সাজায়
আবারও নতুন করে
অজানা অনেক স্বপ্ন আবার
আমাকে জড়িয়ে ধরে।
জানি না কি যাদু আছে
তোমার হাতের স্পর্শে
আমার দেহ-মন তুলপার করে
তোমার দেহের পরশে।
যে সুখ আমি পেয়েছি ওগো
তোমায় ভালোবেসে
এভাবেই থেকো প্রিয়তমা তুমি
সারাটা জীবন পাশে।
বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮
You are here
..........
Sadek Ahmed
You are here
Cuckoo’s kuhutan-
in the spring
Kishalaya are blooming
In my heart garden
You are forever spring
in the Winter morning-
The newly leakage is wet in dew
Pink petal like Your lips
I screamed in my eyes
I lost myself
in search of you
I will feel you
It touch myself in my heart
In the gentle wind of autumn
The way white kasabana in the bowl.
In the gentle morning
of the morning of autumn
The scent of rice scales
I get smell of your body
Feeling dropping off
What a sweet madness.
মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
তুমি আছ
তুমি আছ
..........
সাদেক আহমেদ
কোকিলের কুহূতানে-
বসন্তের আগমন বর্তায়
কিশলয় পল্লবিত হয়
আমার হৃদয় বাগানে
চির বসন্ত তুমি।
শীতের সকালে-
সদ্য ফুটা শিশিরে ভেজা
গোলাপের পাপড়ির মতো
তোমার ওষ্ঠযুগল-
ভেসে ওঠে আমার দুচোখে
আনমনে আমি-
হারিয়ে যাই তোমার সন্ধানে।
তোমায় অনুভবে-
মোর প্রাণে লাগে দোলা
শরতের মৃদু বায়ুতে
যেভাবে দোলে সাদা কাশবন।
হেমন্তের ভোরের মৃদু মলয়ে
ধানের শীষের ঘ্রাণে
তোমার দেহের গন্ধ পাই
দুনয়ন বন্ধ করে অনুভব করি
কি যে এক মধুর উম্মাদনা।
পাহাড়ের ঝর্ণাধারায়
প্রবাহিত জলের কলকল শব্দে
শুনি তোমার কণ্ঠস্বর
তুমি আছ সবখানে
দেহ মনে আমার অস্থিত্বজুড়ে।
ডাক দিয়ে যায়
ডাক দিয়ে যায়
সাদেক আহমেদ
.......................
স্বপ্নগুলো যন্ত্রনায় অগুনে পুড়ে
থমকে দাঁড়াহি পথে
পদযুগল অবশ হয়ে আসে
মন চায় সামনে এগিয়ে যাই
এগোতে পারি না
তবুও কে যেন সামনে থেকে প্রতিনিয়ত
ইশারায় ডাক দিয়ে যায়
ক্লান্ত দেহ অবশ পদযুগল
অস্থির মন যে দুর্নিবার
শাসন বারন মানে না
মানে না নিয়মের শৃঙ্খল
কষ্টের পাহাড় ভাঙার
আবারো সাধু জাাগে মানে
অসার প্রদীপ জ্বেলে
আবারও পথ চলি
সাদেক আহমেদ
.......................
স্বপ্নগুলো যন্ত্রনায় অগুনে পুড়ে
থমকে দাঁড়াহি পথে
পদযুগল অবশ হয়ে আসে
মন চায় সামনে এগিয়ে যাই
এগোতে পারি না
তবুও কে যেন সামনে থেকে প্রতিনিয়ত
ইশারায় ডাক দিয়ে যায়
ক্লান্ত দেহ অবশ পদযুগল
অস্থির মন যে দুর্নিবার
শাসন বারন মানে না
মানে না নিয়মের শৃঙ্খল
কষ্টের পাহাড় ভাঙার
আবারো সাধু জাাগে মানে
অসার প্রদীপ জ্বেলে
আবারও পথ চলি
শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
প্রেম
.................................
সাদেক্ আহমেদ
মনটা বলে তোমার সাতে
আমি বসে থাকি
হাতটা ধরে আমার দুহাত
তোমার হাতে রাথি।
এমনি করেই সাহস হবে
সাহস থেকে প্রেম
তখন তুমি বুঝতে পাবে
কেমনে জড়ালেম।
দিন দুপুরে যখন তখন
তোমার পাশে আমি
আমার কাছে তুচ্ছ সবই
তুমিই কেবল দামী।
তোমার সাথে হাঁসতে হাঁসতে
কাটবে জীবন নদী
ভালোবেসে আমার পাশে
শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
কাঁদছে অনাথ
কাঁদছে অনাথ
সাদেক আহমেদ
......................
অনাথ শিশু কাঁদছে দেখ
হাড় কাঁপানো শীতে
যে পার সে এগিয়ে আসো
শীতবস্ত্র দিতে।
রাস্তাঘাটে এই শিশুরা
রাত্রী করে পার
কনকনে এই শীতের রাতে
কষ্ট যে হয় তার।
এ বয়সের অনেক শিশু
ঘুমায় দালান ঘরে
কাঁথা কম্বল কতকিছু
দিচ্ছে দেখি তারে।
সদয় হয়ে এসো আমরা
এদের পাশে দাঁড়াই
শীতবস্ত্র দিয়ে এদের
দুঃখ কষ্ট তাড়াই।
সাদেক আহমেদ
......................
অনাথ শিশু কাঁদছে দেখ
হাড় কাঁপানো শীতে
যে পার সে এগিয়ে আসো
শীতবস্ত্র দিতে।
রাস্তাঘাটে এই শিশুরা
রাত্রী করে পার
কনকনে এই শীতের রাতে
কষ্ট যে হয় তার।
এ বয়সের অনেক শিশু
ঘুমায় দালান ঘরে
কাঁথা কম্বল কতকিছু
দিচ্ছে দেখি তারে।
সদয় হয়ে এসো আমরা
এদের পাশে দাঁড়াই
শীতবস্ত্র দিয়ে এদের
দুঃখ কষ্ট তাড়াই।
মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
কাঁদছে অনাথ
কাঁদছে অনাথ
সাদেক আহমেদ
......................
অনাথ শিশু কাঁদছে দেখ
হাড় কাঁপানো এই শীতে
যে পার সে এগিয়ে আসো
শীতবস্ত্র দিতে।
রাস্তাঘাটে এই শিশুরা
রাত্রী করে পার
কনকনে এই শীতের রাতে
কষ্ট যে হয় তার।
এ বয়সের অনেক শিশু
ঘুমায় দালান ঘরে
কাঁথা কম্বল কতকিছু
দিচ্ছে দেখি তারে।
সদয় হয়ে এসো আমরা
এদের পাশে দাঁড়াই
শীতবস্ত্র দিয়ে এদের
দুঃখ কষ্ট তাড়াই।
শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
স্মৃতি
স্মৃতি
সাদেক আহমেদ
হাতের কাছে পেয়ে যে সুখ
দিচ্ছো তুমি ফেলে,
সারা জীবন কাঁদবে তুমি
ভাসবে চোখের জ্বলে।
তোমার মোহের অমানিশা
কেটেযাবে যখন,
হাজার লোকের ভিরে তুমি
খোজবে আমায় তখন।
মনের মাঝে মিথ্যে যে সুখ
করছো তুমি পোষণ,
তোমার বিবেক জাগবে যখন
করবে তোমায় শাসন।
হয়তো সেদিন তোমার কাছে
আসবো না আর আমি,
আমার স্মৃতি বলবে কথা
শুনবে কেবল তুমি।
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
প্রিয়তমা
প্রিয়তমা
.........................
সাদেক আহমেদ
তোমার দুচোখে-
স্বপ্ন খেলা করে
কউে না দেখুক
আমি তা দেখেছি।
.........................
সাদেক আহমেদ
তোমার দুচোখে-
স্বপ্ন খেলা করে
কউে না দেখুক
আমি তা দেখেছি।
তুমার এ চাঁদ মুখ
জুছনা ছড়ায়
তীমিরে ঢাকা আমি
সে আলোয় পথচলি।
তোমার বাাঁকা ঠোটের
মুচকি হাসিতে উঠে
সুরের ঝঙ্কার
সে সুর ধ্বনি বাতাসে মেশে
ইথারে ভেসে বেড়ায়
আমার কর্ণকুহরে এসে
অস্থির করে মনপ্রাণ।
আমি উম্মাদ হই
প্রেয়সীর প্রেমে পাগল আমি
তুমায় খোজে বেড়াই।
জুছনা ছড়ায়
তীমিরে ঢাকা আমি
সে আলোয় পথচলি।
তোমার বাাঁকা ঠোটের
মুচকি হাসিতে উঠে
সুরের ঝঙ্কার
সে সুর ধ্বনি বাতাসে মেশে
ইথারে ভেসে বেড়ায়
আমার কর্ণকুহরে এসে
অস্থির করে মনপ্রাণ।
আমি উম্মাদ হই
প্রেয়সীর প্রেমে পাগল আমি
তুমায় খোজে বেড়াই।
সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
ভুল
ভুল
...........
সাদেক আহমেদ
ভুল প্রেমে কেটে গেলো
আরও একটি বছর
পূবাকাশে ভোরের সূর্যদোয়
সকালের কাঁচা রোদ
ক্রমাগত তপ্ত হয়
কচি ঘাসে জমা শিশির কণা
বাতাসে মিশে যায়
চাওয়া পাওয়ার মিথ্যে ছলনায়
কেটে গেলো আরও একটি বছর
এভাবেই নষ্ট মানুষের
মিথ্যে ভালোবাসার ছলনায়
মনের ক্যানভাসে আঁকা
স্বপ্নগুলো বিলীন হয়
যন্ত্রনার আগুনে পোড়ে
আবারও মনে সাধ জাগে
ভালোবাসবার আবারও স্বপ্ন দেখবার।
...........
সাদেক আহমেদ
ভুল প্রেমে কেটে গেলো
আরও একটি বছর
পূবাকাশে ভোরের সূর্যদোয়
সকালের কাঁচা রোদ
ক্রমাগত তপ্ত হয়
কচি ঘাসে জমা শিশির কণা
বাতাসে মিশে যায়
চাওয়া পাওয়ার মিথ্যে ছলনায়
কেটে গেলো আরও একটি বছর
এভাবেই নষ্ট মানুষের
মিথ্যে ভালোবাসার ছলনায়
মনের ক্যানভাসে আঁকা
স্বপ্নগুলো বিলীন হয়
যন্ত্রনার আগুনে পোড়ে
আবারও মনে সাধ জাগে
ভালোবাসবার আবারও স্বপ্ন দেখবার।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)