মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

তুমি আছ


তুমি আছ
..........
সাদেক আহমেদ
কোকিলের কুহূতানে-
বসন্তের আগমন বর্তায়
কিশলয় পল্লবিত হয়
আমার হৃদয় বাগানে
চির বসন্ত তুমি

শীতের সকালে-
সদ্য ফুটা শিশিরে ভেজা
গোলাপের পাপড়ির মতো
তোমার ওষ্ঠযুগল-
ভেসে ওঠে আমার দুচোখে
আনমনে আমি-
হারিয়ে যাই তোমার সন্ধানে

তোমায় অনুভবে-
মোর প্রাণে লাগে দোলা
শরতের মৃদু বায়ুতে
যেভাবে দোলে সাদা কাশবন

হেমন্তের ভোরের মৃদু মলয়ে
ধানের শীষের ঘ্রাণে
তোমার দেহের গন্ধ পাই
দুনয়ন বন্ধ করে অনুভব করি
কি যে এক মধুর উম্মাদনা

পাহাড়ের ঝর্ণাধারায়
প্রবাহিত জলের কলকল শব্দে
শুনি তোমার কণ্ঠস্বর
তুমি আছ সবখানে
দেহ মনে আমার অস্থিত্বজুড়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন