সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

ভুল

ভুল
...........
সাদেক আহমেদ
ভুল প্রেমে কেটে গেলো
আরও একটি বছর
পূবাকাশে ভোরের সূর্যদোয়
সকালের কাঁচা রোদ
ক্রমাগত তপ্ত হয়
কচি ঘাসে জমা শিশির কণা
বাতাসে মিশে যায়
চাওয়া পাওয়ার মিথ্যে ছলনায়
কেটে গেলো আরও একটি বছর
এভাবেই নষ্ট মানুষের
মিথ্যে ভালোবাসার ছলনায়
মনের ক্যানভাসে আঁকা
স্বপ্নগুলো বিলীন হয়
যন্ত্রনার আগুনে পোড়ে
আবারও মনে সাধ জাগে
ভালোবাসবার আবারও স্বপ্ন দেখবার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন